
নাটোর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখের অর্ধ শতাধিক বিলবোর্ড ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতের কোন এক সময় একযোগে এসব বিলবোর্ড ভাংচুর করা হয়। বিদ্যুৎ, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সরকারের উন্নয়ন, অর্জন ও সাফল্য তুলে ধরে আসন্ন নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বর্তমান সরকারকে পুনঃনির্বাচিত করার আহ্বান ছিলো এসব বিলবোর্ডে।
মালেক শেখের সমর্থকরা জানান, শনিবার অ্যাডভোকেট মালেক শেখ নাটের সদর ও নলডাঙ্গার বিভিন্ন স্থানে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে গণসংযোগ ও পথসভা করেন।
কর্মসূচি শেষ করে রাতে ফেরার সময়ও শহরের বিভিন্নস্থানে বিলবোর্ডগুলো অক্ষত ছিলো। রবিবার সকালে দেখা যায়, শহরের বনবেলঘরিয়া বাইপাস, রেলস্টেশন গেইট, গুড়পট্টি, স্টেশনের একতার মোড়সহ বিভিন্ন জায়গায় স্থাপন করা বিলবোর্ডে মালেক শেখের ছবি কেটে নষ্ট করা হয়েছে। এছাড়া কয়েকটি স্থানে স্থাপন করা বিলবোর্ড অপসারণ করা হয়েছে। এর আগে ঈদের রাতেও শহরের বিভিন্ন স্থানে ২৫টি বিলবোর্ড ভাংচুর করা হয়।
অ্যাডভোকেট মালেক শেখ বলেন, ‘সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চাওয়ার ঘোষণার পর থেকেই একটি বিশেষ গোষ্ঠী হুমকি-ধামকি দিয়ে আসছিলো। বিভিন্ন সময় তারা পোস্টার-ব্যানার ভাংচুর করেছে। এরই ধারাবাহিকতায় তারা শনিবার রাতে আমার সৌজন্যে সরকারের সাফল্য ও উন্নয়নবার্তা সম্বলিত বিলবোর্ডগুলো ভাংচুর করে। আমার প্রতি সাধারণ মানুষের সমর্থন থাকায় ঈর্ষান্বিত হয়ে দুর্বৃত্তরা এ কাজ করেছে। ভয়-ভীতি দেখিয়ে আমাকে নির্বাচন থেকে দূরে রাখা যাবে না বলেও তিনি উল্লেখ করেন।
অনলাইন বাংলা নিউজ বিডি//আমিরুল ইসলাম//নাটোর প্রতিনিধি
Leave a Reply