
৭ নভেম্বর সংলাপের ফলাফল জানার পর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের।
সোমবার বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা আ স ম আবদুর রব সাংবাদিকদের এসব কথা জানান।
এর আগে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের বিকাল পৌনে ৪টায় রাজধানীর আগারগাঁওয়ের ইসি ভবনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে ঐক্যফ্রন্টের পক্ষে উপস্থিত রয়েছেন জাসদ জেএসডি সভাপতি আসম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, বরকতুল্লাহ বুলু ও নঈম জাহাঙ্গীর।
প্রধান নির্বাচন কমিশনার একেএম নূরুল হুদাসহ চার কমিশনার মো. রফিকুল ইসলাম, মাহবুব তালুকদার, কবিতা খানম ও শাহাদৎ হোসেন চৌধুরী এবং ও নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত রয়েছেন বৈঠকে।
প্রসঙ্গত, রবিবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৮ নভেম্বর তফসিল ঘোষণার তারিখ নির্ধারণের ঘোষণা দেওয়া হয়। এর পরদিনই (আজ) ঐক্যফ্যন্টের নেতারা ইসির সঙ্গে বৈঠকে বসলেন। এর আগে শনিবার (৩ নভেম্বর) ঐক্যফ্রন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে চলমান রাজনৈতিক সংলাপের কথা উল্লেখ করে তফসিল ঘোষণা না করতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়।
অনলাইন বাংলা নিউজ বিডি:/ আমিরুল ইসলাম
Leave a Reply