
চীনে প্রেসিডেন্টের জন্য নির্দিষ্ট মেয়াদ তুলে দিয়ে নতুন এক বিল পাস করা হয়েছে। পাসকৃত নতুন বিল অনুযায়ী প্রেসিডেন্ট তার জীবনের শেষ দিন পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন। চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং তার মৃত্যুর আগ পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। মূলত তার ক্ষমতা চিরস্থায়ী করার জন্য ই এই বিল টি উত্থাপণ করা হয়।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, প্রেসিডেন্ট থাকার সময় সীমা নিয়ে পূর্ববর্তী নিয়ম বাতিল করে নতুন যে নিয়ম করা হয়েছে এর মাধ্যমে বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং আজীবন প্রেসিডেন্ট হিসেবে থাকছেন। চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসে দেশটির সংবিধানে প্রেসিডেন্ট পদের বিষয়ে যে আইন রয়েছে সেটা পরিবর্তন করার জন্য ই এই বিল তোলা হয়।
আজীবল প্রেসিডেন্ট থাকার বিধান চীনো পূর্বেও ছিল কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হওয়ার ফলে ১৯৯০ সালে আইন করা হয় যে একজন দুই মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারবেন। দুই মেয়াদের হিসেবে প্রেসিডেন্ট শি জিন পিংয়ের মেয়াদ ছিল ২০২৩ সাল পর্যন্ত। কিন্তু একদলীয় শাসণ ব্যবস্থার দেশ চীনের কমিউনিস্ট দলের ভিতরে এ বছরের ফেব্রুয়ারি থেকে দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকার নিয়ম বাতিল করার বিষয় টি উঠে আসে। এটি মূলত শি জিন পিং এর দেশের ভিতরে রাজনৈতিক দক্ষতা ও ক্ষমতা বলে সূদৃঢ় করার ফলেই এটি সম্ভব হয়েছে। তিনি দিনে দিনে তার ক্ষমতা কে আরো অনেক বেশী সূদৃঢ় করেছেন। দলের প্রতিষ্ঠাতা মাও সে–তুংয়ের চেয়েও সি চিন পিংয়ের নাম ও রাজনৈতিক আদর্শকে সমুন্নত করতে তাঁর পক্ষে দল সমর্থনও দিয়েছে।
গতকাল রোববার বড় ধরনের কোন বিরোধীতা ছাড়াই বিলটি পাস হয়েছে। অন্যান্য দেশে যেমন আইন প্রণয়ন করা হয় দেশের পার্লামেন্ট থেকে তেমনি চীনের সকল আইন পাস হয় চীনের কমিউনিস্ট দলের কংগ্রেস থেকে।চীনের আইন প্রণনয়ের জন্য কমিউনিস্ট পার্টির কংগ্রেস হচ্ছে সবচেয়ে বেশী ক্ষমতা বিশিষ্ট প্রতিষ্ঠান। এই কংগ্রেস বলা হয় “রাবার স্ট্যাম্পিং” প্রতিষ্ঠান মানে হচ্ছে যেখান থেকে আইন করে সারা দেশে প্রণয়নের জন্য দেশের সমগ্র অঞ্চলে মানার জন্য সিলমোহর করে দেওয়া হয়।
কংগ্রেসে কখনো ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বিপক্ষে ভোট দেওয়া হয় না। কংগ্রেসের ২ হাজার ৯৬৪ জন প্রতিনিধির মধ্যে মাত্র দুজন বিলের বিপক্ষে ভোট দিয়েছেন। আর তিনজন ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন।
তবে, এভাবে ‘আজীবন প্রেসিডেন্ট’ বিধানের বিরুদ্ধে সমালোচনা উঠছে চীনের বিভিন্ন মহল থেকে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply