
সদ্য পাস হয়েছে সড়ক পরিবহন আইন। এরই মধ্যে এই আইনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন পরিবহন শ্রমিক-মালিকেরা। গতকাল শনিবার বিকালে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে অনুষ্ঠিত সমাবেশ থেকে নেতৃবৃন্দ ধর্মঘটের ঘোষণা দেন।
আইনটি সংশোধনসহ ৭ দফা দাবিতে বাংলাদেশ পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আজ রবিবার থেকে ঢাকা বিভাগে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে।
অপরদিকে একই সময় ৮ দফা দাবিতে ফুলবাড়িয়া বিআরটিসি বাস ডিপো প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের (বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন) নেতৃবৃন্দ জানিয়েছেন, তাদের দাবি মেনে না নেয়া হলে আগামী ১২ অক্টোবর থেকে তারা সারাদেশে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকতে বাধ্য হবেন। উভয় সমাবেশে মালিক ও শ্রমিক সংগঠনের কয়েক হাজার সদস্য অংশ নেন।
ধর্মঘটে পণ্য পরিবহন শ্রমিকরা:বাংলাদেশ পণ্য পরিবহন শ্রমিক-মালিক ঐক্য পরিষদ ৭ দফা দাবিতে গতকাল তেজগাঁওয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তারা অবিলম্বে তাদের সাত দফা দাবি মেনে নেয়ার আহবান জানিয়ে আজ থেকে ঢাকা বিভাগে সব ধরণের পণ্যবাহী পরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে -সড়ক পরিবহন আইন সংশোধন করতে হবে, সড়ক দুর্ঘটনায় ৩০২ ধারায় মামলা গ্রহণ করা যাবে না, ৫ লাখ টাকা জরিমানার বিধান বাতিল করতে হবে, জামিনযোগ্য ধারায় মামলা করতে হবে, সহজ শর্তে ভারী যানবাহন চালনার লাইসেন্স দিতে হবে ইত্যাদি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে সড়ক পরিবহন আইন পাশ হওয়া পর থেকে পরিবহন সেক্টরে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তারই ফলশ্রুতিতে এক সপ্তাহ আগে বাংলাদেশ পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করে। বিষয়টি নিয়ে পরিবহন সেক্টরের অন্য সংগঠনগুলো ঐক্য পরিবষদ নেতৃবৃন্দকে আলোচনায় বসার অনুরোধ জানায়। কিন্তু পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ বৈঠকে বসেনি। এ অবস্থায় দুই দফায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ঐক্য পরিষদ নেতৃবৃন্দকে ডেকে কর্মসূচি প্রত্যাহারে অনুরোধ জানালেও তারা কর্মসূচিতে অটল থাকেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক মুকবুল আহমদ। বক্তব্য রাখেন, ঐক্য পরিষদের সদস্য সচিব তাজুল ইসলাম, বাংলাদেশ ট্রাক ড্রাইভারস ইউনিয়নের সাধারণ সম্পাদক তালুকদার মো. মনির, টাঙ্গাইল জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল সোবাহান, বগুড়া শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, গাজীপুর জেলা ট্রাক মালিক সমিতির আজাদ হোসেন প্রমুখ।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ মোঃ মোস্তফা কামাল
Leave a Reply