
গত ২৫ জুলাই পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১৬ টি আসন পেয়ে জয়ী হয় ইমরান খানের দল।
এরপ শপথ অনুষ্ঠান বিভিন্ন সময়ে হবার কথা থাকলেও পিছিয়েছে কয়েকবার। পূর্বে জানানো হয়েছিল ১১ আগস্ট ইমরান খান শপথ নেবেন। পরে তারিখ পিছিয়ে ১৪ আগস্ট শপথের দিন ঘোষণা করা হয়। শুক্রবার (১০ আগস্ট) তেহরিকে ইনসাফের পরিষদ সদস্য ফয়সল জাভেদ জানান, এর আগে ১৩ আগস্ট শপথ নেবেন সদ্য নির্বাচিত সংসদ সদস্যরা।
পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী ইমরান খানের শপথ অনুষ্ঠান আবারও পিছিয়েছে। এবার তৃতীয় বারের মতো পেছালো শপথ গ্রহন অনুষ্ঠান।
ফয়সল এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আগামী ১৮ আগস্ট ইমরান খানের শপথ অনুষ্ঠিত হবে।
২৫ জুলাই অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ নির্বাচনে সর্বোচ্চ ১১৬টি আসন পেয়ে বিজয়ী হয় ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ(পিটিআই)।
এরপরই বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা এবং রাষ্ট্রীয় হেলিকপ্টার ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য বিতর্কিত হয়েছেন তিনি।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply