
পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুট উত্তাল এবং প্রবল স্রোতে ও পানি বৃদ্ধির কারনে এ পথে ফেরি চলাচল মারাত্বকভাবে ব্যাহত হচ্ছে। এ কারণে বৃহস্পতিবার দুপুরের পর পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের দেড় কিলোমিটার দীর্ঘ সারির সৃষ্টি হয়। আর এই দীর্ঘ সারিতে আটকা পড়েছে দুই শতাধিক পণ্যবাহী ট্রাকসহ প্রায় সাড়ে তিন শতাধিক যানবাহন।
এর ফলে চরম দুর্ভোগে পড়ে ঘাটে পার হতে আসা যাত্রীরা, বিশেষ করে শিশু, নারী ও বয়স্করা । এ ছাড়াও নদী উত্তাল থাকায় এই রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট সহকারী-ব্যবস্থাপক (বানিজ্য) মহীদ্দিন রাসেল জানান, নদীতে প্রবল স্রোতে ও পানি বৃদ্ধির কারণে এই নৌ-রুটে ফেরি চলাচল মারাত্বকভাবে ব্যাহত হচ্ছে। স্রোতের কারণে নিদিষ্ট চ্যানেলের বাইরে চার-পাঁচ কিলোমিটার উজান দিয়ে ফেরি চলাচল করছে। এতে ফেরি চলাচলে স্বাভাবিক সময়ের থেকে প্রায় দ্বিগুন সময় লাগছে। এর ফলে ফেরির টিপ সংখ্যাও কমে গেছে।
তিনি আরো জানান, বৃহস্পতিবার দুপুরের পর যানবাহনের বাড়তি চাপ থাকায় ঘাট এলাকায় বাস-পণ্যবাহী ট্রাক মিলে প্রায় সাড়ে তিন শতাধিক যানবাহন পারের অপেক্ষায় থাকে। এই নৌ-রুটে ছোট-বড় মোট ১৮টি ফেরির মধ্য ১৬টি চলাচল করছে। বীর শ্রেষ্ঠ রুহুল আমীন ও কাবেরি নামের দুইটি ফেরি বিকল হওয়ার কারণে পাটুরিয়া ঘাটে ভাসমান কারখানায় মেরামতে রয়েছে। তবে অগ্রধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস আগে পার করা হচ্ছে।
ঢাকা থেকে ফরিদপুরগামী ওষুধবাহী ট্রাকের চালক মো. জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে পাটুরিয়া ঘাটে এসে পারের অপেক্ষায় বসে আছি। ঘাট কর্তৃপক্ষ শুধু যাত্রীবাহী কোচ পার করছে। আমাদের পণ্যবাহী ট্রাক পার করছে না।
এদিকে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে আজ বিকেল ৪টা থেকে এই নৌ-রুটে(পাটুরিয়া-দৌলতদিয়া)
লঞ্চ চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ।
পরিবেশ এবং আবহাওয়ার অস্থিতিশীলতার কারনে উত্তাল হয়ে উঠছে নদী। ব্যহত হচ্ছে জনজীবন। এছাড়া মৌসুমী বায়ুর প্রভাবেও আমাদের দেশের একটি সময় এমন কিছু বিপর্যয়ের প্রভাব পড়ে থাকে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply