
গত কয়েকদিন ধরেই তীব্র গরমে অতিষ্ঠ রাজধানীবাসী। সারাদিনের প্রখর রোদ প্রমাণ করে দিচ্ছে, এখন বৈশাখ মাস। সময় দাবদাহ এবং তীব্র গরমের।
আবহাওয়ার এই মাত্রাতিরিক্ত উষ্ণতার কারনেই এবার লঘুচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায়। এই কারনে দেখানো হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত।
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘণীভূত হয়ে উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসহ হতে পারে।
তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানায়।
আবহাওয়া অফিস জানায়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের নৌকা ও মাছ ধরার ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে।
এ ধরনের লঘুচাপে সমুদ্র উপকূলে হতে পারে প্রবল ঝড়। তাই সাবধানতা অবলম্বন করতে হবে স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে সতর্ক সংকেত জারি অবস্থায় মাছ ধরার নৌকা ও ট্রলারের মাঝ সমুদ্রে যাওয়া উচিৎ নয়।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply