
তথ্য বিজ্ঞান ও প্রযুক্তিতে অসামান্য অবদানে এগিয়ে চলেছে বিশ্ব। নতুন প্রযুক্তির উদ্ভাবনে আবেদন হারাচ্ছে পুরোনো।এই নতুনকে টেক্কা দিয়ে আবার সচে আসছে ভিন্ন ধরনের কোনো উদ্ভাবন।
এবার এমনই এক আশ্চর্য আবিষ্কারের খবর শোনা যাক।
মিসরের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তৈরী করেছে এমন এক গাড়ি যা কেবল বাতাসের সাহায্যেই চলছে। এ উদ্ভাবন পরিবেশবান্ধব যানবাহন তৈরিতে খুলে দিল নতুন দিগন্ত। সূত্র রয়টার্স।
মিসরের কায়রোর হেলওয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের স্নাতক প্রকল্প হিসেবে গাড়িটি তৈরি করে। কমপ্রেসড অক্সিজেন দিয়ে চলা গাড়িটি নিয়ে ঘুরেও আসেন একজন শিক্ষার্থী। শিক্ষার্থীরা বলছেন, বর্তমানে মাত্র একজন বসতে পারছে এতে। তবে এটির আকার চাইলে আরও বড় করা যাবে।
গাড়িটির গতি ঘণ্টায় ৪০ কিলোমিটার। একবার অক্সিজেন নিলে চলবে ৩০ কিলো পর্যন্ত। বানাতে খরচ পড়েছে প্রায় এক হাজার ডলার।
উদ্ভাবকদের একজন মাহমুদ ইয়াসের বলেন, চালানোর খরচ নেই বললেই চলে। এতে ব্যবহার করা হচ্ছে বাতাস। তাই জ্বালানি তেল লাগছে না। আবার তেল ব্যবহার না করায় ইঞ্জিন ঠাণ্ডা করতে কুলারেরও প্রয়োজন নেই।
দলটি এখন বাণিজ্যিকভাবে গাড়িটি উৎপাদন শুরু করবে। তারা বিশ্বাস করে, ভবিষ্যতে গাড়িটিকে ঘন্টায় ১০০ কিলোমিটার গতিতে চালানো যাবে এবং চলবে একটানা ১০০ কিলোমিটার পর্যন্ত।
সম্প্রতি জ্বালানি তেলের ওপর ভর্তূকি কমিয়ে দিয়েছে মিসর। এতে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে দেশটিতে।
অসামান্য এই উদ্ভাবন জালানীর উপর বাড়তি চাপ কমিয়ে দেবে অনেকাংশেই। বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে পারলে এর সুফল ভোগ করতে পারবে বিশ্বের সকল দেশের নাগরিকেরাই। এমনটাই আশা উদ্ভাবনী এইসকল শিক্ষার্থীদের।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply