
কামরান আহমেদ রাজীব, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জেলা পুলিশ। শনিবার সকালে কুষ্টিয়ার মজমপুর গেট এলাকায় নিজস্ব ফগার মেশিনের মাধ্যমে মশা মারার ওষুধ স্প্রে করার উদ্বোধন করেন পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত। মজমপুর এলাকায় যেসব স্থানে
এডিশ মশা সৃষ্টি হয় এমন স্থানে ওষুধ স্প্রে করা হয়। পরে সর্বসাধারণের মধ্যে ডেঙ্গু থেকে বাঁচতে সচেতনতামূলক কালার লিফলেট বিতরণ করেন পুলিশ সুপার। বিভিন্ন পরিবহন ও পথচারী মানুষের মধ্যে এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত
পুলিশ সুপার একে এম জহিরুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, কুষ্টিয়া জেনারেল
হাসপাতালে এ পর্যন্ত ১০২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। প্রতিদিনই ১০-১২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।
Leave a Reply