
আফজাল মাহমুদ, খোকসা, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলায় ৩ তলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের সীমানা নির্ধারণ ও প্লান প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন। খোকসা উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান,
সীমানা নির্ধারণ ও প্লান প্রস্তুতি সভায় সদর খান, বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মানের প্রতিশ্রুতি প্রদান করেন। তার ওই ধারাবাহিকতায় ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের মধ্যে এটাও একটি বাস্তবায়ন হতে যাচ্ছে। এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে
নারী ও পুরুষদের পৃথক অজু খানা ও নামায আদায়ের সুবিধা, লাইব্রেরী গবেষনা ও দীনি দাওয়া কার্যক্রম, পবিত্র কুরআন হেফজ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশী পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজ্জযাত্রীদের নিবন্ধন, প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ ইত্যাদি ব্যবস্থা রয়েছে। ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্বতা রাখা হয়েছে। এ বিষয়ে তিনি আরো বলেন কুরবানী ঈদের পরে অর্থাৎ ২০ তারিখের মধ্যে মুল কাজের শুভ উদ্বোধন করা হবে। অন্যান্যদের মধ্যে
উপস্থিত ছিলেন পৌর মেয়র প্রভাষক মো তারিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, দপ্তরের কর্মকর্তাগণ, ইঞ্জিনিয়ার ও ইসলামিক ফাউন্ডেশন এর সুপারভাইজার ইমামগণ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক শেখ সাইদুল ইসলাম প্রবিন, মিলন খান, হুমায়ুন কবির, ও শেখ মোঃ আকরাম হোসেন উপস্থিত ছিলেন। জানা যায় ১২ কোটি ৪৮ লক্ষ টাকা বাজেটে এ ভবনটি নির্মাণ হবে এ কাজের টেন্ডার পেয়েছেন নিসান টেক কমিউনিকেশন লিমিটেড। এ বিষয়ে ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম বলেন আমরা এক বছরের মধ্যে সম্পূর্ণ কাজের সমাপ্ত করতে পারবো ইনশাল্লাহ।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply