
বাংলাদেশের শিক্ষার্থীরা মেধাবী, এবং সুযোগ পেলে তারাও কিছু করে পুরো বিশ্বকে দেখিয়ে দিতে পারে। এরই প্রমাণ রাখলো এবার এক দল মেধাবী শিক্ষার্থী। তাদের হাত ধরে ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) প্রথমবারের মতো স্বর্ণপদক লাভ করেছে বাংলাদেশ।
বাংলাদেশ দলের সদস্য চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আহমেদ জাওয়াদ চৌধুরী এ কৃতিত্ব অর্জন করে। বৃহস্পতিবার (১২ জুলাই) গণিত অলিম্পিয়াডের পরীক্ষা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ৩ জুলাই রোমানিয়ার ক্লুজ-নাপোকা শহরে শুরু হয়েছে আইএমও-র এবারের আসর।
গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ দলের দলনেতা এবং জাতীয় গণিত দলের কোচ ড. মাহবুব মজুমদার ফলাফলের বিষয়টি তার ফেসবুক স্ট্যাটাসে নিশ্চিত করেছেন।
ফলাফল অনুযায়ী, মোট ৪২ নম্বরের পরীক্ষায় ৩২ পয়েন্ট পেয়ে স্বর্ণপদক অর্জন করে জাওয়াদ। এটিই বাংলাদেশ দলের প্রথম স্বর্ণপদক অর্জন। এর আগে ৫৮তম আইএমওতেও সে রৌপ্য পদক এবং ৫৭তম আইএমওতে ব্রোঞ্জ পদক অর্জন করে সে।
৬ সদস্যের বাংলাদেশ দলের অপর সদস্য তাহনিক নূর সামিন ২৩ পয়েন্ট, জয়দ্বীপ সাহা ১৯ পয়েন্ট এবং তামজিদ মোর্শেদ রুহাব ১৮ পয়েন্ট পেয়ে প্রত্যেকেই ব্রোঞ্জ পদক অর্জন করেছে। অপর দুই সদস্য রাহুল সাহা ও সৌমিত্র দাশ সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে। এবার দলীয়ভাবে মোট ১১৪ নম্বর অর্জন করেছে বাংলাদেশ। এ যাবত কালে এটিই বাংলাদেশের সর্বোচ্চ নম্বর।
উল্লেখ্য, এর আগে মোট ১৩টি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিয়ে ৬টি রৌপ্য, ১৯টি ব্রোঞ্জ এবং ২৫টি সম্মানজনক স্বীকৃতি অর্জন করে বাংলাদেশ।
বাংলাদেশ দলের এ প্রথম স্বর্ণপদক প্রাপ্তিতে গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি ও জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী জানান, ‘বাংলাদেশের একজন প্রথমবারের মতো স্বর্ণপদক পেয়েছে। এর মাধ্যমে আমাদের বহুদিনের একটি স্বপ্ন পূরণ হয়েছে। নতুন প্রজন্মের যারা গণিতে আগ্রহী বিষয়টি তাদের উদ্বুদ্ধ করবে।’
দলের এই অর্জনে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ আপ্লুত হয়ে বলেন, ‘আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় প্রথমবারের মতো আমাদের স্বর্ণপদক অর্জন বিশাল একটি ব্যাপার। দীর্ঘদিন ধরে গণিত নিয়ে যারা কাজ করে যাচ্ছেন এবং এ আন্দোলনকে বেগবান করছেন তাদেরসহ অংশগ্রহণকারীদের অভিনন্দন জানাই। এটা প্রমাণ করে আমরা পিছিয়ে থাকা জাতি নই,আমরাও সমানে সমানে লড়তে পারি এবং সর্বোচ্চ সাফল্যও পেতে পারি।’
উল্লেখ্য, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি সারাদেশে গণিত উৎসব শেষে আইএমওর জন্য ছয়জনের বাংলাদেশ গণিত দল নির্বাচন করেছে।
এই অর্জনের মাধ্যমে বাঙালি শিক্ষার্থীরা তাদের সক্ষমতার যোগ্য প্রমাণ রাখলো। এভাবেই যুব সমাজ এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে সামনের পথে। বাংলাদেশ তবেই ধীরে ধীরে মাথা উঁচু করে দাঁড়াতে শিখবে পৃথিবীর বুকে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply