
রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে লাগা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে ব্যবসায়ীদের জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও প্রচণ্ড ধোঁয়ায় সে এলাকা আচ্ছন্ন হয়ে রয়েছে।
প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের উপ পরিচালক (ডিডি) দেবাশীষ বর্ধন। তবে তিনি বলেছেন, আগুনের কুণ্ডলি এবং ধোঁয়া রয়েছে বেশ।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ও নৌবাহিনীর দুটি ইউনিট যুক্ত হয়ে কাজ করে। এছাড়া সাধারণ মানুষও কাজ করে আগুন নেভাতে।
দেবাশীষ বলেন, ডিএনসিসি শপিং সেন্টারের একটি বেবিশপের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী ও সাধারণ মানুষের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সকাল ছয়টার কিছু আগে রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের ভয়াবহ আগুন লাগে।
২০১৭ সালের ৩ জানুয়ারি গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তার প্রায় দুই বছরের ব্যবধানে ফের ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
অতীতের সেই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও আগুন প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা রাখেনি মার্কেট কর্তৃপক্ষ। ফলে দুই বছরের ব্যবধানে ফের আগুন লাগল একই মার্কেটে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply