
রাজধানীর গুলশান-১ এর ইমপ্রেস টাওয়ারের নিচে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১০টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই আগুন নিয়ন্ত্রণে আসে।
ইমপ্রেস টাওয়ারের রানা মেমোরিয়াল ডেন্টালের ডা. রীমা সুলতানা বলেন, সকালে টাওয়ারের একটি পান-সিগারেটের থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে ওই দোকান ছাড়া অন্য কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
এরআগে গতকাল শনিবার সকালে গুলশানের ডিএনসিসি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসাযীদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply