
জয় রহমান বনশ্রী প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সেলিনা আক্তার (৩৫) নামে এক নারী শ্রমিক নিহত
হয়েছেন।মঙ্গলবার সকাল ৬টার দিকে শ্রীপুর পৌরসভার গিলারচাল গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সেলিনা সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার দৌলতপুর গ্রামে নুরুল হকের মেয়ে। তিনি ওই গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি জুতা কারখানায় চেকার পদে চাকরি করতেন।শ্রীপুর ফায়ার
সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন জানান, মঙ্গলবার সকালে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন সেলিনা। এসময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরণ হয়ে যায়।পাইপ লাইনে লিকেজ থাকায় আগুন মুহূর্তের মধ্যে পুরো ঘরে ছড়িয়ে পরে। এসময় ঘরে থাকা অন্য লোকজন বের হতে পরালেও সেলিনা বের হতে পারেনি।পরে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে তিনি মারা যান।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
 
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
 
Leave a Reply