
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে চাচা নজরুল ইসলাম তার ছেলে মোশারফ, মোয়াজ্জেম, মেয়ে বুলবুলি, সালমা মিলে হাশেমকে বেদম মারধর করে। এতে গুরুতর আহত হয় হাশেম।
এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইলের মধুপুরে পারিবারিক কলহের জের ধরে চাচার পরিবারের লোকজনের পিটুনিতে হাশেম আলী (১৮) নামে এই যুবক খুন হয়েছেন। খুনের অভিযোগে চাচা নজরুল ইসলামকে (৩৫) আটক করেছে মধুপুর থানা পুলিশ।
রোববার (১০ জুন) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহত হাশেমের মৃত্যু হয়।
নিহত হাশেম আলী মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের রক্তিপাড়ার শিবরামবাড়ী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি ঘাটাইল উপজেলার পাকুটিয়া পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র।
মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত চাচা নজরুল ইসলামকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে।
পারিবারিক কলহের জের ধরে আপনজনের হাতে খুন হয়ে যাওয়া এখন আর খুব অস্বাভাবিক কিছু নয়। এমন খবর প্রায়ই চোখে পড়ে, একটু দীর্ঘশ্বাস ফেলে আমরা অন্য খবরে মন দিই।
তবে এই সভ্যতার যুগে এমন অসভ্য- বর্বরের মতো কাজগুলো আমরা কবে ছাড়তে পারবো? কবে পৃথিবীটা নিরাপদ হয়ে উঠবে সকলের কাছে, সকলের জন্যে? উত্তরটা অজানা।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply