
রোববার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে দুদক।
উক্ত সভায় বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বক্তব্যে কারও চাপের কাছে মাথা নত না করার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, চাপ সহ্য করতে না পারলে চাকরি ছেড়ে চলে যান। তবে দুদকের চাপ সহ্য করার মতো ক্ষমতা কারও নেই। দুদকের কাছ থেকে চাপওয়ালারা বাঁচতে পারবেন না।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সভায় মানুষের হয়রানি বন্ধ এবং দুর্নীতি প্রতিরোধে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, কাস্টমসের কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেন। দুদক মামলার কমিশন নয় বলে মন্তব্য করেন তিনি। দুর্নীতি হওয়ার আগেই প্রতিরোধ করতে হবে বলে কর্মকর্তাদের উদ্দেশে বলেন তিনি।
শিক্ষা খাত নিয়ে মানুষের প্রত্যাশা বেশি উল্লেখ করে ইকবাল মাহমুদ বলেন, এই খাতে দুদক অনেক বেশি গুরুত্ব দিয়েছে। দেশের যে উন্নয়ন হচ্ছে, তা টেকসই করার জন্য উন্নত শিক্ষার বিকল্প নেই। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নজর দিতে হবে। এ সময় তাদের যা শেখানো হবে তা-ই মনে রাখবে। তাদের ঠিকমতো শিক্ষা দেওয়া না হলে উন্নয়ন টেকসই হবে না। ব্যবস্থাপনা কমিটিগুলোকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
রোববার চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে হতাশাজনক চিত্র দেখেছেন বলে মন্তব্য করেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, শিক্ষার ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। বাচ্চা ও তাদের অভিভাবকেরা নির্ধারিত সময়ে উপস্থিত হয়েছেন। কিন্তু পরিদর্শনে দু-একটি ছাড়া অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকেরা অনুপস্থিত ছিলেন। বাচ্চাদের না পড়ানো অপরাধ ও দায়িত্ব অবহেলার শামিল।
জনগণকে উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত না করলে কোনো উন্নয়নই টেকসই হবে না বলে সভায় অভিমত দেন সভার প্রধান অতিথি দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি প্রকৌশলীদের প্রকল্প তৈরির সময় জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান।
চিকিৎসকদের নিজেদের কর্মস্থলে থাকার আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, সীমাবদ্ধতা আছে। এর মধ্যে কর্মস্থলে থাকতে হবে। না থাকলে মানুষ সেবা পাবে না।
নিজের চাকরি জীবনে কোনো চাপ অনুভব করেননি বলে জানিয়ে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে সাবেক সচিব ইকবাল মাহমুদ বলেন, ‘কারও মুখের কথায় কাজ করবেন না। তিনি যে-ই হোন, তাঁকে লিখিত দিতে বলবেন। চাপের কাছে নত হবেন না। কারও দয়ায় চাকরিতে আসেননি। নিজের মেধায় চাকরি করছেন। জনগণের পয়সায় বেতন নেন। তাই ভয় পাওয়ার কিছু নেই।’
কাস্টমস ও আয়কর বিভাগ নিয়ে মানুষের মনে খারাপ ধারণা রয়েছে উল্লেখ করে ইকবাল মাহমুদ বলেন, কাজের মাধ্যমে এই ধারণা দূর করতে হবে। কাস্টমস ভবনে কোনো ফালতু লোককে জায়গা দেওয়া যাবে না। তদবিরবাজদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করতে হবে।
কৃষি খাতে দুর্নীতি তুলনামূলক কম বলে মন্তব্য করেন ইকবাল মাহমুদ। তবে ভূমি অফিস নিয়ে মানুষের প্রচুর অভিযোগ আছে। তবে তরুণ কর্মকর্তারা ভালো করছেন। আর উল্টো পথে গাড়ি ধরার জন্য পুলিশের ট্রাফিক বিভাগের প্রতি আহ্বান জানান তিনি।
দুদক এর পাশাপাশি সরকারি কর্মকর্তাদেরও সোচ্চার হতে হবে যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে। তা না হলে দুর্নীতি রোধ করা সম্ভব হবে না।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ মোঃ মোস্তফা কামাল
Leave a Reply