
সিপিসি পার্টি স্কুলে সুশাসনের ওপর একটি সেমিনারে যোগ দিতে ৮ দিনের সফরে চীনে পৌঁছেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। এছাড়াও সেখানে তারা দাবিদ্র্য দূরীকরণের বিষয়ক একটি সেমিনার ও আলোচনা সভায় অংশ নেবে।
বুধবার (৪ সেপ্টেম্বর) চীনের নানজিংয়ের হোটেল সানগারিলায় আওয়ামী লীগের প্রতিনিধি দলকে স্বাগত জানান চীনা কমিউনিস্ট পার্টির নেতা ও জিয়াংশু প্রদেশের পররাস্ট বিষয়ক দপ্তরের পরিচালক (প্রটোকল ও তথ্য) গাউ ইয়ান।
এর আগে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরুর নেতৃতে মঙ্গলবার রাত ১২টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা দেন ২০ সদস্যের প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হুসেইন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দিপঙ্কর তালুকদার এমপি, আমিরুল আলম মিলন, আজমতুল্লাহ্ খান, এবিএম রিয়াজুল কবির কাওসার, মো. রফিকুর রহমান, অপরাজিতা হক এমপি, বাসন্তী চাকমা এমপি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক নাজমুল আলম ভূঁইয়া, দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সেলিম মাহমুদ, তরুণ কান্তি দাস, ডিবিসি বার্তা সম্পাদক প্রণব সাহা, দৈনিক জনকণ্ঠের উপ-সম্পাদক ওবায়দুল কবির মোল্লা, বাসস-এর জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম মইন উদ্দিন ও বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক রফিকুল ইসলাম রনি।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply