
পটুয়াখালীর বাউফলের এক ছাত্রলীগ নেতার কান ধরে উঠবস করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই নেতা উপজেলা ছাত্রলীগের একাংশের সাধারণ সম্পাদক। তার নাম সামসুল কবীর নিশাত। শুক্রবার কক্সবাজার সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে। ঐ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অসামাজিক কার্যালাপে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
জানা গেছে, কক্সবাজারে ঘুরতে যান ছাত্রলীগ নেতা সামসুল কবির নিশাত। সেখানে শুক্রবার সকালে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার কারণে স্থানীয় লোকজন তাকে পিটুনি দেয়। পরে তাকে কান ধরে উঠবস করানো হয় এবং নাকে খত দিয়ে ছেড়ে দেয়া হয়।
তবে ছাত্রলীগ নেতা নিশাত জানান, কান ধরে উঠবস ও নাকে খতের ভিডিওটি তার হলেও কোনো অসামাজিক কার্যকলাপের সঙ্গে তিনি জড়িত ছিলেন না। তিনি ষড়যন্ত্রের শিকার। তিনি আরো জানান, তাকে মারধর করা হয়েছে। তিনি কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসান জানান, সামসুল কবির নিশাত উপজেলা ছাত্রলীগের কোনো পদে নেই।
Leave a Reply