
বাংলাদেশ জাতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য স্বপ্ন দেখছেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ১৩ নং নিশানবাড়িয়া ইউনিয়নের ছেলে হৃদয় ইসলাম রাজু। আত্মবিশ্বাসের সাথে ৪ বছর ধরে ক্রিকেটের সাথে নিরলস পরিশ্রম করে যাচ্ছে এই তরুন উদীয়মান ক্রিকেটার।
রাজু বর্তমানে জেলা টিম সহ কয়েকটা ক্লাবের সদস্য। ঘরোয়া লীগ গুলোতে খুব দাপটের সাথে খেলে আসছেন তিনি। স্কুল লীগে দারুণ পারফর্মেন্স নিয়ে তার ক্রিকেট জীবন শুরু হয় গত কয়েক বছর পূর্বে| তিনি বর্তমানে অনুর্ধ-১৬ বলিং অলরাউন্ডার হিসাবে মাঠ কাঁপাচ্ছেন।
ইতিমধ্যে তার গুগলি বলিংয়ের চমকে হাজারো মানুষের মন কেড়ে নিয়েছেন। রাজু ভক্তদের আশা তার এই নজর কারা গুগলি বলিং একদিন সারা বিশ্ব কাঁপাবে।
এ ব্যাপারে তরুণ ক্রিকেটার রাজুর কাছে জানতে চাইলে তিনি জানান, “তার আশা তার পরিশ্রম কখনোই বৃথা যাবে না। সবার দোয়া ও ভক্তদের ভালোবাসা এবং দেশের জন্য ভালো কিছু করার উৎসাহ নিয়ে এগিয়ে যাচ্ছে তার ক্রিকেট জীবন।”
অনলাইন বাংলা নিউজ বিডি :/ মোঃ মোস্তফা কামাল
Leave a Reply