
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের হাতে জনপ্রিয় ব্যান্ড দল মাইলসের বেজ গিটারিস্ট ও প্রধান গায়ক শাফিন আহমেদ ফুলের তোড়া তুলে দেন।
এর মাধ্যমে জাতীয় পার্টিতে যোগ দিলেন তিনি।
এই তথ্য নিশ্চিত করেছেন হুসেইন মুহম্মদ এরশাদের উপ-প্রেসসচিব খন্দকার দেলোয়ার জালালী।
এতে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আশা প্রকাশ করে বলেন, ‘বিশিষ্ট শিল্পী শাফিন আহমেদ আমাদের দলে যোগ দেওয়ায় জাতীয় পার্টিতে আরো অনেক সাংস্কৃতিককর্মীরা যোগ দেবেন।’
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের প্রস্তুতি নিয়ে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘আগামী নির্বাচনে ৩০০ আসনেই অংশ নিতে প্রস্তুত আছে জাতীয় পার্টি। তবে, বিএনপি নির্বাচনে এলে এক ধরনের পরিকল্পনা আর না এলে ভিন্ন পরিকল্পনা আছে আমাদের।’
এ সময় সেখানে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি মাসুদ পারভেজ সোহেল রানাও উপস্থিত ছিলেন।
সংগীত শিল্পী শাফিন আহমেদ এর আগে ববি হাজ্জাজের রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) উচ্চ পরিষদের সদস্য ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। পরে আদালতের নির্দেশে সেই নির্বাচন স্থগিত রয়েছে।
প্রার্থী নয়, জনগন চায় দেশের উন্নয়ন। যেন দেশের প্রতিটা অঞ্চলের মানুষ সুখে জীবন যাপন করতে পারে। এক্ষেত্রে শাফিন আহমেদ কতটা যোগ্য হবেন, কিংবা কতটা আস্থা পাবেন সাধারন জনগনের, তা কেবল সময়ের অপেক্ষা।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply