
জাতীয় পার্টির নতুন মহাসচিব হয়েছেন মশিউর আলম রাঙ্গা। সোমবার (০৩ ডিসেম্বর) দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ ঘোষণা দেন।
জাপার আগের মহাসচিব রুহুল আমিন হাওলাদার দলের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্বপালন করবেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়।
তিনি বলেন, মশিউর রহমান রাঙ্গা দলের প্রেসিডিয়াম সদস্যের দায়িত্ব পালনের পাশাপাশি মহাসচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। জাতীয় পার্টির গঠনতন্ত্র ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যা অবিলম্বে কার্যকর করা হবে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply