
জিয়াউর রহমান ও খালেদা জিয়া বঙ্গবন্ধু হত্যার সাথে সরাসরি জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।
আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবসের এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
তোফয়েল বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুনর্বাসিত করেন জিয়াউর রহমান। এছাড়া রক্তের মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধী দেশি বিদেশি চক্রান্তই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বঙ্গবন্ধুর মতো নেতা আর কখনো জন্ম নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। তবে বঙ্গবন্ধুর মতো নেতাদের মৃত্যু নেই বলে ইতিহাস থেকে তাকে মুছে ফেলতে পারেনি কেউ।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন।
সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন
Leave a Reply