
রাজধানীর কামরাঙ্গীরচরে ক্ষতিকারক রাসায়নিক উপাদান দিয়ে বিভিন্ন ধরনের জুস ও শিশু খাদ্য তৈরির অভিযোগে দুইটি কারখানাকে সাত লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্ত কারখানাগুলো হলো হাবিব ফুড ও কাদির ফুড।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে দেন।
র্যাবের ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অপরিছন্ন পরিবেশে সেমাই তৈরির অভিযোগ হাবিব ফুডকে এক লাখ টাকা জরিমানা করা হয়। আর কাদির ফুড ক্ষতিকর ক্যামিক্যাল ঘনচিনি ও স্যাকারিন দিয়ে আমের জুস তৈরি করলেও তাতে আমের কোন অস্তিত্ব ছিল না। এমন অভিযোগ কাদির ফুডকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ তাদের ওখান থেকে একমি প্রতিষ্ঠানের মালামাল প্যাকেটজাত করে বাজারজাত করত।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply