
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশকে ছোট করে জনগণের আস্থা হারিয়ে জাতিসংঘে গিয়ে কান্না করে বিএনপি প্রমাণ করেছে তারা একটি দেউলিয়া দল। তিনি বলেন, বিদেশীদের কাছে নালিশ দিয়ে দেশের মানুষকে অপমান করেছে বিএনপি।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির ওয়েবসাইট উদ্বোধন করেন ওবায়দুল কাদের।
এসময় তিনি বলেন, জোর করে ক্ষমতায় টিকে থাকার দল আওয়ামী লীগ নয়। আগেই সভানেত্রী ঘোষণা করেছেন, দেশের মানুষ ভোট না দিলে জোর করে ক্ষমতায় থাকার ইচ্ছে আওয়ামী লীগের নেই। কাদের আরো বলেন, বিএনপির এতো নালিশের মধ্যেও আজ গণমাধ্যমে এসেছে মানবিক উন্নয়নে দেশ এগিয়েছে।
সব প্রতিকূলতা উপেক্ষা করে দেশ এগিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, একমাত্র জনগণ ছাড়া কোন বিদেশী শক্তি এদেশের ক্ষমতা পরিবর্তন করতে পারবে না।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply