আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) আসনের বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদের শ্যামপুরের বাসার সামনে মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ ও নেতাকর্মীরা। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।




আজ মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সালাহউদ্দিন আহমেদ মিছিল নিয়ে প্রচারণায় নামার প্রস্তুতিকালে পুলিশ তার বাসার সামনে অবস্থান নিয়েছে। ঘটনাস্থল থেকে বিএনপির এক নেতা জানিয়েছেন, সালাহউদ্দিন আহমেদ বিশাল মিছিল নিয়ে আজ মঙ্গলবার সকালে প্রচারণায় নামার প্রস্তুতি নেন।
সকাল সাড়ে ১০টা থেকে সহস্রাধিক নেতাকর্মী তার বাসার সামনে অবস্থান করছে। কিন্তু পুলিশ মিছিল করা যাবে না বলে বাঁধ সাধে। তিনি আরো জানান, এ নিয়ে সালাহউদ্দিন আহমেদের সাথে পুলিশের বাগবিতণ্ডা হয়। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।




এর আগে ঢাকা-৪ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সালাহউদ্দিন আহমেদের ভাগ্নে স্বেচ্ছাসেবক দলের নেতা মোমিন উল্লাহ মুকুলকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।




গত শনিবার রাজধানীর বসুন্ধরা শপিং মার্কেটের সামনে থেকে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে যায়। দুই দিন পার হয়ে গেলেও তাকে আদালতে হাজির না করায় উদ্বেগ প্রকাশ করেছেন সালাহউদ্দিন আহমেদের প্রধান নির্বাচনী সমন্বয়কারী তানভীর আহমেদ রবিন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply