
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বুধবার ভোরে বেনাপোল বড়আঁচড়া এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।
যশোরের বেনাপোলে দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে এই দুজন নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। আজ ভোরে বেনাপোলের বড়আঁচড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১০ কেজি গাঁজা, ১টি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়। পরে লাশগুলো ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সালাউদ্দিন শিকদার জানান, স্থানীয়রা নিহত লিটনের মরদেহ শনাক্ত করেছেন। সে চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। তবে অপরজনের পরিচয় এখনও জানা যায়নি। নিহতরা হলেন- বেনাপোল ভবেরবেড় গ্রামের মৃত শাহাজানের ছেলে লিটন (৩৪) ও অজ্ঞাত (৪০)।
গত কয়েকদিন ধরেই পুলিশ-র্যা ব বেশ তৎপর থাকার পরেও সরব রয়েছে মাদক ব্যবসায়ীরা। এদের পেছনে রয়েছে ক্ষমতাধর মাদক সম্রাট, যাদের ধরে বিচারের আওতায় নিয়ে আসতে পারলেই কেবল এ অবস্থা থেকে পরিত্রান সম্ভব।
এছাড়া সচেতনতা বাড়াতে হবে সামাজিক ও পারিবারিক অবস্থান থেকেই। তবেই দেশের যুবসমাজকে রক্ষা করা যাবে মাদকের করাল গ্রাস থেকে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply