
যাত্রীবাহী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে টঙ্গীতে। এ ঘটনার পর থেকে উত্তরবঙ্গ ও চট্টগ্রামের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বিচ্ছিন্ন রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০ দিকে দুর্ঘটনা ঘটে। যাত্রীদের মধ্যে আতঙ্কিত হলেও দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সুত্রে জানা যায়, দ্রুতযান এক্সপ্রেস দিনাজপুর থেকে ঢাকাগামী ঢাকার কমলাপুর যাচ্ছিল। ট্রেন টঙ্গী বাজার রেলগেট পৌঁছালে রেল লাইনের ফিশপ্লেট ভেঙে যায়। এতে পেছনের দিকের দুইটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয় ওই ট্রেনের। এ কারণে ট্রেনটি সামান্য কিছুটা চলে থেমে যায়। ফলে ট্রেনের সকল যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেন লাইনচ্যুত হওয়ার পর যাত্রীরা নেমে যান। এখন ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার অপেক্ষায়।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া জানান, ট্রেন লাইনচ্যুতের পর জয়দেবপুর স্টেশনে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বন্ধ করে রয়েছে। ট্রেনের উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়েছে লাইনচ্যুত বগি উদ্ধার করতে ।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / ক.আ।
Leave a Reply