
গফরগাঁওয়ে ধানের ক্ষেত থেকে অঞ্জাত এক যুবতীর (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ । গতকাল শুত্রবার সকালে উপজেলার ছয়য়ানী এলাকার চটবিলের ধান ক্ষেতে যুবতীর লাশ দেখতে পায় স্থানীয় কৃষকরা ।
খবর পেয়ে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধরী ও ওসি আব্দুল আহাদ খান ঘটনাস্থল পরির্দশন করেন। পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ।
গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান জানায়, শুক্রবার সকালে রসুলপুর ইউনিয়নের ছয়ানী এলাকার চটবিলে লাশের দুর্গন্ধ পেয়ে কৃষকরা ধান ক্ষেতে কাঁদায় পোতে রাখা অঞ্জাত যুবতীর লাশের সন্ধান পায়। লাশের পড়নে লাল ও নীল রঙের সেলোয়ার কামিজ এবং গলায় উড়না পেচানো অবস্থায় পাওয়া যায় ।
গফরগাঁও র্সাকেলের অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বলেন ,প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ২/৩ দিন আগে অন্যত্র শ্বাস রোধে হত্যা করে লাশ এখানে ফেলে রাখে । লাশের পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ
অনলাইন বাংলা নিউজ বিডিঃ/আমিরুল ইসলাম
Leave a Reply