
ঢাকার ধামরাই থানার সামনে পৌর-সভার বরাতনগর ও হুজুরিটোলা মহল্লায় প্রায় ২০০ গজ দুরে একটি ৬তলা বাড়ীর নিচতলা ও টিনসিট বাড়ীর জানালার গ্রীরিল কেটে দিন দুপুরে দরজার তালা ভেঙে ঘরে ঢুকে অভিনব কায়দায় দুর্ধর্ষ চুরি হয়েছে বলে জানা গেছে। এতে কয়েক লক্ষ টাকার মালামাল সহ স্বর্ণ অলংকার লুট করা হয়েছে বলে জানা গেছে। এই চুরির ঘটনাকে কেন্দ্র করে মহল্লায় আতংকের সুষ্টি হয়েছে।
আজ সোমবার(২২অক্টোবর) বেলা ১১ ঘটিকার সময় ধামরাই পৌর-সভার বরাতনগর ও হুজুরি টোলা এলাকায় এই চুরির ঘটনা ঘটেছে। এই ব্যাপারে ভুক্তভোগি বরাতনগর মহল্লার ডাঃ শ্রীমন্ত বলেন, আমি সকালে আফিসে যায় এবং আমার স্ত্রী সংসারের কাজের জন্য বাহিরে গেলে এই সুযোগে আমার ঘরের পিছন সাইডের জানালা কেটে ঘরে ডুকে আলমারী ভেঙে টাকা পয়সাসহ স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে যায়।
পরে আমার স্ত্রী বাসায় এসে দেখে আলমারী ভাঙা দেখে আমাকে ফোন করে। পরে বাসায় এসে দেখি আমার ঘরের জানালার গ্রীরিল কাটা। দিন দুপুরে এমন চুরির ঘটনায় এলাকার মানুষের মাঝে আতংক বিরাজ করছে বলে জানাগেছে। এই ব্যাপারে ভুক্তভোগি হুজুরি টোলার মোঃ রমজান আলীর বাড়ীর ভাড়াটিয়া মোঃ আনোয়ার হোসেন সংবাদিক কে বলেন, আমি সকালে অফিসে যায় আর আমার স্ত্রী আমার ছোট ছেলেকে নিয়ে পাশে স্কুলে যায় এবং আমার বড় ছেলে কলেজে যায়।
এই সুযোগে আমার ঘরের দরজার তালা ভেঙে ঘরের ভিতরে ডুকে আলমারীর ও ওয়ার্ডডোপের তালা ভেঙে নগত ১লক্ষ টাকা ও স্বর্ন অলংকার ও রোপার গহনা নিয়ে গেছে। যার আনুমানিক মুল্য হবে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা। দিন দুপুরে চুরি করে নিয়ে যায়। এই ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, দুবৃর্ত্তদের আটকের অভিযান অব্যাহত আছে। তবে এই ব্যাপাওে এখন পর্যন্ত আমাদের কাছে কেউ কোন অভিযোগ করেনি।
অনলাইন বাংলা নিউজ বিডি:/ আমিরুল ইসলাম
Leave a Reply