
অনলাইন ডেস্ক ॥ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নতুন মোটরযান আইন (সংশোধনী) ২০১৯’ এবং এর আওতায় বিভিন্ন শাস্তির বিধান উল্লেখ করে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। প্রকৃতপক্ষে এ নামে সড়ক পরিবহন সেক্টরে কোনও আইন নেই বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
রবিবার দুপুরে মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার আবু নাছেরের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নতুন মোটরযান আইন (সংশোধনী) ২০১৯ এবং অপরাধের শাস্তির বিধান বিষয়ক তথ্য মূলত অপপ্রচার ও গুজব। এ অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন।
সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন
Leave a Reply