
টিটন দাস, নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে জাতীয় মাধ্যমিক স্কুল-মাদ্রাসা ক্রীড়া সমিতি উপজেলা শাখার উদ্যোগে বুধবার (২৮/৮) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রীষ্মকালীন খেলাধূলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির। সমিতির ক্রীড়া সম্পবাদক শিক্ষক আঃ রহিম সাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমিতির সদস্য সচিব
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোকাররম হোসেন, সমিতির সদস্য সাংবাদিক সঞ্জয় সাহা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আঃ আউয়াল, একাডেমিক সুপারভাইজার ইতি বেগম, প্রধান শিক্ষক কাউসার বেগম, এটিএম আব্দুল্লাহ ও এসআই মোজাম্মেল হক সহ সকল প্রধান ও ক্রীড়া শিক্ষকবৃন্দ। বক্তারা মাদক,দুর্নীতি,সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের হাতিয়ার ছাত্রছাত্রীদের মানসিক ও সুস্থ দেহ গঠনের অঙ্গিকার স্লোগানে ৪টি ভেন্যুতে সাতাঁর,কাবাডি ও ফুটবল সহ বিভিন্ন খেলা সম্পন্ন করার উপর গুরুত্বারোপ করেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply