
৭ নং হালসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, শিক্ষিত জাতী গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। তাই শিক্ষকরা আমাদের মাতা পিতার পরের স্থান তাদেরকে আমাদের মাথার উপরে স্থান দিতে হবে। ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্য তিনি ভালো করে পড়ালেখা ছাড়া শিক্ষার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন।
২৬ জানুয়ারি শনিবার সকাল ১১ টায় সদর উপজেলা হালসা উচ্চ বিদ্যালয়ে নবীন বরন ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, শিক্ষক মন্ডলী ও ছাত্র/ছাত্রীদের কাছে তাদের ভূলের জন্য ক্ষমা প্রার্থনাসহ আর্শীবাদ প্রার্থনা করতে হবে। পূর্বের তুলনায় বর্তমানে হালসা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। বেড়েছে শিক্ষার মান। এখন এ বিদ্যালয়ে প্রায় ৫৫০ ছাত্র/ছাত্রী লেখাপড়া করে। এবার জেএসসি পরীক্ষায় ৮৪ জন অংশ গ্রহন করেন। আগামী বার এসএসসি পরীক্ষায় ২০/২৫ জন ছাত্র/ছাত্রী জি.পি.এ পাবে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রধান শিক্ষক বলেন, ৫ বছর ধরে তোমাদের আমাদের মনের মধ্যে রেখেছি আরো রাখবো তোমরা এগিয়ে যাও আমরা তোমাদের পাশে আছি তোমাদের প্রতি আমাদের আর্শিবাদ রইল।
অনুষ্ঠানে,৬ষ্ঠ শ্রেণীর নবীনদের মানপত্র পাঠের মাধ্যমে বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় দেওয়া হয়। হালসা উচ্চ বিদ্যালয়ে স্কুলের ছাত্র/ছাত্রী ক্যাবিনেটের সভাপতি নিবিড় এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় মানপত্র পাঠ করেন ১০ম শ্রেণীর ছাত্র নাঈম ইসলাম।
নবীন বরণ ও এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আক্কেল আলী প্রাং । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,সহকারী শিক্ষক: সিরাজুল ইসলাম স্বপন, জাহাঙ্গির আলম , আব্দুল কুদ্দুস,সেলিম রেজা প্রমুখসহ হালসা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply