
নাটোর সদরের হালসা ইউনিয়নের পারহালসা গ্রামে ২৩ মার্চ শনিবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানু উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান অভিযান চালান। একজন ভুয়া কবিরাজ (বৈদ্য) যিনি ধর্মীয় লগো ব্যবহার করে ঝাড়ফুঁক এবং তাবিজ কবজের মাধ্যমে জ্বীন তাড়ানোর চিকিৎসার নামে মানুষের সাথে প্রতারণা করে আসছে অভিযোগের ভিত্তিতে ।
এলাকাবাসীর সুত্রে জানা যায়, কবিরাজের ঝাঁড় ফুক দেওয়া তেল ও পানিতেই সেরে যাবে যে কোন রোগ, পূরণ হবে মনোবাসনা, সমাধান মিলবে হাজার মুশকিলের। লোক মুখে এমন খবর পেয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ছুটে আসছে মানসিক রোগী, প্রতিবন্ধী, বাত ব্যথা, সাপে কাটা, আবাল-বৃদ্ধ-বনিতাসহ হাজার-হাজার মানুষ।
কানাই দাবি করেন তার শরীর এর মধ্যে অলৌকিক শক্তি ভর করে,সে অলৌকিক শক্তির মাধ্যমে চিকিৎসা করে। স্থানীয় আমজাদ মন্ডল বলেন , এ চিকিৎসার কোন ভিত্তি নাই সাধারন মানুষকে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি আরো বলেন কবিরাজের কাছে চিকিৎসা নিতে আসা মানুষদের কবিরাজকে সেজদা করতে হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কবিরাজের কর্মকান্ডের সত্যতা খুজে পান। এর পর ইউ,পি সদস্য নুরুল ইসলাম (লাম) ও দেলোয়ার হোসেন দেলু শাহ, নাটোর থানা যুবলীগের সিনিয়র সহ সভাপতি অনুরোধ করেন কানাই কবিরাজ ভবিষৎ এমন কাজ আর করবেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট
এর কাছে ভুল শিকার করে ক্ষমা চান নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশেষ বিবেচনায় তাকে ইউ,পি সদস্য নুরুল ইসলাম (লাম) ও দেলোয়ার হোসেন দেলু শাহ এর জিম্বায় ছেড়ে দেয়া হয়।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply