
বাংলাদেশের নারীরা এগিয়ে চলছে দুর্বার গতিতে। পুরুষের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে, কখনও বা পুরুষদের ছাপিয়ে গিয়ে নারীরা ছিনিয়ে এনেছে সাফল্য। দেশের প্রধান রাজনৈতিক দুই দলের নেত্রীই নারী, আমাদের দেশে নারীদের অগ্রযাত্রা এতেই প্রকাশিত হয়।
ক্রিকেটে ক্রমাগতই উন্নতি করছে বাংলাদেশ। একসময়ের ছোট দল এখন দেশে খেলতে আসা বড় বড় দলগুলোকেও চোখ রাঙাচ্ছে, কখনো হারিয়েও দিচ্ছে। কেবলমাত্র পুরুষ ক্রিকেট দলই নয়। নারী ক্রিকেট দলও এগিয়ে চলছে উড়ন্ত গতিতে। এশিয়া কাপে শক্তিশালী ভারতকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে প্রমীলা ক্রিকেট দলের মেয়েরা।
তবে দুঃখের বিষয়, যেসকল নারী ক্রিকেটারদের অবদানে দেশের ক্রিকেট অংগনে যুক্ত হয়েছে নতুন মাত্রা, তাদের একজন আজ গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার নাম চামেলী। জাতীয় পর্যায়ের অ্যাথলেটিক্স, ফুটবল এবং সব শেষে প্রমীলা ক্রিকেটে দাপুটে নৈপুণ্য দেখানো চামেলী এখন অর্থাভাবে মৃত্যুশয্যায়। রাজশাহী নগরীর দরগাপাড়া এলাকায় দুই জানালা এক দরজার জরাজীর্ণ একটি ঘরে দিনরাত ব্যাথায় কাতরাচ্ছে চামেলী।
তার শরীরে বেশ কয়েকটি সমস্যা দেখা দিয়েছে। তার লিগামেন্ট ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে মেরুদণ্ডের দুই হাড়ের ফাঁকে থাকা নরম ডিস্কগুলি। দিন দিন অবশ হয়ে যাচ্ছে তার পুরো ডানপাশ। তাকে বাঁচাতে হলে দ্রুত দেশের বাইরে নিয়ে সার্জারি করাতে প্রয়োজন ১০লক্ষ টাকা।
তার পরিবারের একার পক্ষে এই ব্যয় বহুল চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। চোখের সামনেই মেয়েটা মৃত্যুর সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সমাজের উচ্চবিত্তদের কাছে টাকাটা খুবই নগন্য মাত্র। তাদের কাছে অনুরোধ রইলো, জাতীয় ক্রিকেটে অবদান রাখা এই মেয়েটিকে বাঁচাতে এগিয়ে আসতে।
আমরা প্রত্যেকে চাইলেই খুবই সামান্য কিছু দিয়ে হলেও তাকে সাহায্য করতে পারি। তবেই সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। দেশের মহিলা ক্রিকেট দলকে আরও এগিয়ে নেবার সুযোগ পাবে।
সর্বশেষে, এই ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করা হচ্ছে। এর আগেও তিনি মানুষের বিপদে-আপদে বহুবার এগিয়ে এসেছেন। এবারও আশা করা যায়, চামেলীর পরিবার নিরাশ হবে না।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply