
পুরুষ ও নারীদের মধ্যে প্রচন্ড বিভেদ সৌদি আরবে। সেই বিভেদ ধীরে ধীরে লাঘব করছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহম্মদ বিন সালমান। তিনি বিশ্বাস করেন যে, নারী ও পুরুষের মধ্যে কোনো বিভেদ নেই, তারা সমানে সমান। সোমবার যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার আগে এক টিভি সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন ।
৬০ মিনিটের সাক্ষাৎকারে সৌদির ক্রাউন প্রিন্স জানান, ‘আমার চোখে নারী ও পুরুষ সমান সমান। আমরা সকলে মানুষ। আমাদের মধ্যে কোনো বিভাজন নেই।’
সৌদি আরবের মতো রক্ষণশীল দেশে আধুনিকতার বিকাশ ঘটাচ্ছেন প্রিন্স ক্রাউন মোহম্মদ বিন সালমান। নারীদে পোশাকের ক্ষেত্রে কিছু নিয়ম শিথিল করেছেন। কর্মক্ষেত্রে তাদের দক্ষতা অনুযায়ী ক্ষমতা বাড়িয়েছেন। তার আমলেই নারীরা সৌদিতে গাড়ি চালানোর অধিকার পেয়েছেন।
তাড় সরকার নারী ও পুরুষদের সমান বেতনের বিষয়টি খতিয়ে দেখছে বলেও সাক্ষাৎকারে তিনি বলেছেন।
সাক্ষাৎকারে উঠে আসে রাজপরিবারের সদস্য থেকে শুরু করে সরকারের আমলা ও মন্ত্রীদের ধরপাকড়ের বিষয়টি। সালমান জানান, এই পদক্ষেপ নেওয়া খুব জরুরি ছিল। তবে জেলবন্দিদের উপর শারীরিক নির্যাতনের যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করেছেন তিনি।
সোমবার মোহম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রে সফরে যান। এই সফরে তার মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার কথা রয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ// ক.আ।
Leave a Reply