
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্জ জামে মসজিদে নামাজরত অবস্থায় খ্রিস্টান জঙ্গীগোষ্ঠী দ্বারা অর্ধশতাধিক মুসুল্লী হত্যার প্রতিবাদে শুক্রবার (১৫ মার্চ) বাদ জুমা নেত্রকোণায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
নেত্রকোনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মিফতাহুল উলূম (মাদরাসা) মসজিদের সামনে থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, খেলাফতের কেন্দ্রীয় সমন্বয়কারী আলহাজ্ব কারী আব্দুর রকীব, জেলা আমীর মাওলানা আব্দুল বারী, সাধারণ সম্পাদক মাস্টার রফিকুল আলম, হাফেজ আবুল কাশেম, হাফেজ মাওঃ মাজহারুল ইসলাম, মাওঃ জাহেদুল ইসলাম সালেহ, হাফেজ আনোয়ার হুসাইন খান, মুফতী জুবাইর চৌধুরী, যাকারিয়া আকন্দ, হাফেজ মুহাম্মাদউল্লাহ নাঈম, মাওঃ আব্দুল হান্নান, হাফেজ আনোয়ার শাহ, গাজী আব্দুর রহিম প্রমূখ।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply