
রবিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি এক জনসভার আয়োজন করে। বলা হয়েছিলো এই জনসভায় পরবর্তী করণীয় সম্পর্কে ধারণা দেয়া হবে দলের নেতা কর্মীদের।
তবে বিএনপি আয়োজিত এই জনসভার শেষে ধরপাকড়ের অভিযোগ তুলেছে। জনসভা শেষে নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হওয়ার সময় মহানগরীর বিভিন্ন রাস্তা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রায় আড়াই শতাধিক নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘রাজধানীর আশপাশের বিভিন্ন জেলা থেকে জনসভায় যোগ দিতে আসা নেতাকর্মীদের প্রচণ্ডভাবে বাধা প্রদান করেছে পুলিশ। এই ঘটনা ন্যাক্কারজনক।’
সভাশেষে এক বিবৃতিতে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। এর আগে জনসভায় বক্তব্যের শেষ দিকে মির্জা ফখরুল বলেন, ‘যাদের আটক করা হয়েছে, তাদের ছেড়ে দিন। না হয় জনগণ প্রশাসনকে কাঠগড়ায় নেবে।’
সমাবেশে মির্জা ফখরুল অভিযোগ করেন, ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে চার হাজার ৯৩ জনের বিরুদ্ধে মামলা, চার হাজার ৩১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া, দুই লাখ ৭২ হাজার ৭৩০ জনের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হয়েছে।
বিএনপির মহাসচিব বলেন, ‘শান্তিপূর্ণ জনসভাকে কেন্দ্র করে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রহমানকে গ্রেফতার করা হলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে, তিনি ডিবি কার্যালয়ে আছেন। অথচ এখনও তাকে গ্রেফতারের বিষয়টি পুলিশের পক্ষ থেকে অস্বীকার করা হচ্ছে।’
এ ছাড়া, ২০নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হারুন, ওয়ারী থানা বিএনপি নেতা লিঠু, নিউমার্কেট থানা বিএনপি নেতা জসিম, আলমগীর, মোয়াজ্জেম, নওগাঁ জেলাধীন বদলগাছি থানা যুবদল নেতা জহিরুল ইসলাম, পাবনা জেলাধীন সাথিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুর রহমান, টাঙ্গাইল জেলা বিএনপি নেতা মনি পাহিনী, হৃদয়, সম্রাট বাহিনীসহ ১০ জন, নোয়াখালী সূবর্ণচর বিএনপি নেতা ও ঢাকাস্থ সূর্বণচর জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এম এ কালাম, ঢাকা মহানগর দক্ষিণ জাসাস-এর সাবেক সাধারণ সম্পাদক খালেদ এনাম মুন্না, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কালাম, স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান লিটুসহ প্রায় আড়াই শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানান বিএনপির মহাসচিব।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ মোঃ মোস্তফা কামাল
Leave a Reply