
কতো রকম বিস্ময়ের ঘটনা ঘটে যায় পৃথিবীতে। ক’জনই বা তার খবর রাখি, কিংবা কয়টিই পত্রিকায় আসে?
এবার এমনই এক আশ্চর্য ঘটনা প্রত্যক্ষ করলো ভারতের কেরালা বাসী।
ভারতের কেরালা রাজ্যের কোচিতে এক পাষণ্ড বাবা তার দুইদিন বয়সী সন্তানকে গির্জার বাইরে ফেলে গেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, আগের তিন সন্তান থাকার পরও নতুন সন্তান জন্ম হওয়ায় পাড়া-প্রতিবেশী ও বন্ধুদের পরিহাস থেকে বাঁচতে এই নির্মমতার আশ্রয় নিয়েছেন তিনি। সেক্ষেত্রে নাকি স্ত্রীর সম্মতিও পেয়েছিলেন।
গির্জার বাইরে নবজাতককে ফেলে গিয়েও শেষ রক্ষা হলোনা ওই দম্পতির। সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনা ধরা পড়েছে। দেখা গেছে, গত শুক্রবার ওয়াড়াক্কানচেরির বাসিন্দা বিট্টু ও তার স্ত্রী প্রতিভা শিশুটিকে খুব সন্তর্পণে গির্জার সামনে রেখে দেন। রাখার আগে শিশুটির কপালে ‘স্নেহভরা’ চুম্বন করেন বিট্টু। তার পর নিঃশব্দে সেখান থেকে সরে পড়েন।
পুলিশের জেরায় তারা জানিয়েছে, গত বুধবার চার নাম্বার সন্তান জন্ম দেয়ার পর বন্ধু-বান্ধব, প্রতিবেশীদের কাছ থেকে কটূক্তি আসার ভয়ে দুজন মিলে তাকে ফেলে আসার সিদ্ধান্ত নেন।
রাত ৮ টার দিকে শিশুটির কান্নার আওয়াজ পান এক নিরাপত্তারক্ষী। পুলিশে খবর দেয়া হয়। অবশেষে গির্জার সিসিটিভির ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয় ওই দম্পতিকে।
উপহাস থেকে রক্ষা পেতে নিজের সন্তানকে বিসর্জন দেবার মতো ঘটনা বিরল। দিন দিন মানুষ হয়তো সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে, তবে সত্যি সভ্য হতে পারছি কি?
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply