
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, নরসিংদী-২ (পলাশ) আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড. আব্দুল মঈন খানের নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি ও হামলার ঘটনা ঘটেছে।




সোমবার বিকেলে পলাশ উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। হামলায় তার ব্যক্তিগত সহকারীসহ প্রায় ৫ ব্যক্তি আহত হয়েছে।
ড. আব্দুল মঈন খান জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার পলাশ উপজেলার পারুলিয়া মোড়ে পূর্ব নির্ধারিত উঠান বৈঠক কর্মসূচীতে যোগদান করতে তিনি সেখানে গেলে আওয়ামী সন্ত্রাসীরা তার কর্মসূচীতে বাধা সৃষ্টি করে তা বানচাল করে দেয়। এ বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করতে পলাশ উপজেলা পরিষদে যান। উপজেলা পরিষদের সিঁড়ি বেয়ে দ্বিতীয়তলায় উঠার সময় পূর্ব থেকে ওৎপেতে থাকা কয়েকজন আওয়ামী সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়।




সন্ত্রাসীদের হাতে থাকা অস্ত্র দিয়ে মঈন খানের সঙ্গে থাকা তার সমর্থকদের এলোপাথাড়ি মারধোর করতে থাকে। এতে ড. আব্দুল মঈন খানের ব্যক্তিগত সহকারী বাহাদুর ভূঁইয়া মিল্টনসহ প্রায় ৫ জন সমর্থক আহত হয়। আহতদের পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ব্যক্তিগত সহকারী মিল্টনের অবস্থা বেগতিক দেখে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ড. মঈন খান নির্বাচনী কাজে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দায়ের করতে গেলে এ হামলার ঘটনা ঘটে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply