
আজ মঙ্গলবার দুপুরে শাহজাহানপুরের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে বিএনপির এই প্রার্থী এ অভিযোগ করেন। তার অভিযোগ, পুলিশ নিরাপত্তার দিতে পারবে না জানিয়ে তাকে নির্বাচনী প্রচারে নামতে নিষেধ করেন। এ কারণে তিনি নির্বাচনী প্রচার কাজে বের হতে পারছেন না।




আফরোজা আব্বাস বলেন, ‘আজ সকাল সাড়ে ১০টা থেকে আমাদের মুগদা, সবুজবাগ, খিলগাঁও এলাকায় মিছিল-মিটিং, পথসভা ও গণসংযোগ কর্মসূচি পালন করার কথা ছিল। আমরা নির্বাচনী প্রচারণায় বের হওয়ার প্রস্তুতি নিয়েছি।
আমাদের নেতাকর্মীও এই কর্মসূচি পালন করতে সকাল থেকেই আমার বাড়িতে হাজির হতে থাকেন। আমরা কর্মসূচি পালনের বিষয়ে পুলিশের অনুমতি চাইলে তারা অনুমতি দেয়নি।’




তিনি আরও বলেন, ‘পুলিশ আমাদের বলেছে, আজ আওয়ামী লীগ মিছিল নিয়ে বের হবে। তারা আমাদের নিরাপত্তা দিতে পারবে না। তাই তারা আমাদের প্রচার কাজে নামতে নিষেধ করেন।
আমরা পুলিশকে বলেছি, আওয়ামী লীগের মিছিলের আগে বা পরে বের হওয়ার অনুমতি চাই। তারা সেটিও অনুমতি না দিয়ে আমাদের মুগদা, সবুজবাগ ও খিলগাঁও-এ প্রচার কাজ চালাতে করতেও নিষেধ করে। ’




বিএনপি এই প্রার্থী বলেন, ‘পুলিশ আমাদের জানিয়ে দেয় আমরা নির্বাচনী প্রচারণায় বের হলে কোনো নিরাপত্তা দিতে পারবে না। আমরা বের হলে সংঘর্ষ হবে। আমরা আজকে পুলিশের নিষেধাজ্ঞার কারণে বের না হলেও পরবর্তীতে এই নিষেধ মানবো না। ’




নির্বাচনী প্রচার চালাতে দেওয়া হচ্ছে না অভিযোগ করে আফরোজা আব্বাস বলেন,‘আমাদের নির্বাচনী প্রচারণা কর্মসূচি চলাকালে এর আগেও হামলা হয়েছে। আমাদের নেতাকর্মীরা বাসায় থাকতে পারছে না। তাদের গ্রেপ্তার করা হচ্ছে।’
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply