
গত বছরের ১৭ ফেব্রুয়ারি কুমিল্লা জেলার দাউদকান্দি বাজার থেকে অপহরণ হয় জাকির হোসেন। পরিবারের দাবি পূর্ব শত্রুতার জেরে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে অপহরণ করেছে।
দাউদকান্দিতে অপহরণ হওয়া জাকিরের সন্ধান এক বছরেও পাওয়া যায়নি। জাকির হোসেন দাউদকান্দির খোসকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে। অপহরণের ঘটনায় তার মা খোরশিদা বেগম শ্বশুর মো. জাহাঙ্গীর আলমকে প্রধান আসামি করে, মো. বাবুল ও আবদুর রহমানসহ অজ্ঞাত আরও পাঁচজনের নামে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। বর্তমানের মামলা তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
জাকির হোসেনের মা খোরশিদা বেগমের অভিযোগ ও মামলার সূত্রে জানা গেছে, অপহরণের প্রায় আড়াই বছর পূর্বে পাশ্ববর্তী তিতাস উপজেলার বড় মাছিমপুর গ্রামের মো. জাহাঙ্গীরের মেয়েকে বিয়ে করেন জাকির। বিয়ের কয়েক মাস পর জাকির হোসেনের সাথে শ্বশুর বাড়ির লোকজনের সাথে দ্বন্দ্বের সৃষ্টি হয়। গত বছরের ১৭ ফেব্রুয়ারি জাকির হোসেন দাউদকান্দি বাজারে গেলে তাকে টেনে হিঁচড়ে মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে। দীর্ঘ এক বছর পরও জাকির হোসেন সন্ধান পায়নি তার পরিবার।
তবে অপহরণের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত জাহাঙ্গীর আলম বলেন, আমাদের সাথে জাকির হোসেনের সাথে কোন দ্বন্দ্ব ছিল না। তিনি নিখোঁজ হওয়ার একদিন আগে বিদেশ থেকে বাংলাদেশে আসেন। এর পরদিনই শুনি জাকির হোসেন অপহরণ হয়েছে। এ ব্যাপারে আমরা কিছুই জানি না।
এ ব্যাপারে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (পিবিআই) মো. ওসমান গণি বলেন, অপহরণের ঘটনায় তার মায়ের করা মামলাটি তদন্ত করছি। মামলার বাদী ও বিবাদী পক্ষকে ডেকে জিজ্ঞাসাবাদ করব। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply