
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন রোল মডেল। নারীকে নারী হিসেবে না ভেবে একজন মানুষ ভাবতে হবে। নারীরা আজ পুরুষের পাশাপাশি সমানভাবে কাজ করছেন।
মঙ্গলবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার সাংশৈল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজে গার্লস হোস্টেল উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি। ভারত সরকারের অর্থায়নে নিয়ামতপুর উপজেলায় নিয়ামতপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং সাংশৈল আদিবাসী স্কুল এন্ড কলেজে দুটি গার্লস হোস্টেল ২ কোটি ৪১ লাখ ব্যয়ে নির্মাণ করা হয়।
নিয়ামতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সাংশৈল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন—স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার।
আলোচনা সভায় অনেকের মধ্যে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যান) মিসেস নবনীতা চক্রবর্তী, সহকারী ভারতীয় হাইকমিশনার (রাজশাহী) সঞ্জিব কুমার ভাটি, খাদ্যমন্ত্রীর একান্ত সচিব উপ-সচিব সহিদুজ্জামান, নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, এলজিইডি নওগাঁর নির্বাহী প্রকৌশলী নাইম উদ্দিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply