
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চার দফা দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের আমীর এবং কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাক ও আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়ার চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী।
রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদরাসা সনদের স্বীকৃতি প্রদান উপলক্ষে আলেম-ওলামাগণ কর্তৃক আয়োজিত শুকরানা মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান।
দাবিগুলো হলো—
১. মহান আল্লাহ, মহানবী (সা.) ও সাহাবায়ে কেরামের বিরুদ্ধে অবমাননা বন্ধ।
২. খতমে নবুওয়তের আকিদা বিশ্বাস পরিপন্থী অপতৎপরতারোধ।
৩. দাওয়াত ও তাবলিগের মহান কাজ ওলামায়ে কেরামের তত্ত্বাবধায়নে সঠিক পন্থায় পরিচালনার ব্যবস্থা করবেন।
৪. ওলামায়ে কেরামের বিরুদ্ধে দায়ের সকল হয়রানিমূলক মামলা প্রত্যাহার।
দাবিগুলোর প্রতি প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন আল্লামা শফী।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান মর্যাদার ঘোষণা দেয় সরকার। পরে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। তারই সূত্র ধরে ১৯ সেপ্টেম্বর এ-সংক্রান্ত আইন সংসদে পাস হয়।
এ স্বীকৃতির জন্য শোকরানা মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাওলানা মাহফুজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আওয়ামী লীগের ধর্মসম্পাদক শেখ আবদুল্লাহ, মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ, মুফতি রুহুল আমিন, মাওলানা আবদুল কুদ্দুস প্রমুখ।
অনলাইন বাংলা নিউজ বিডি :/আমিরুল ইসলাম
Leave a Reply