
জাতীয় নির্বাচনে এবার নতুন নাম ঐক্যফ্রন্ট। বিভিন্ন করমসূচির মাধ্যমে বিএনপির নেতৃত্বাধীন দলটি আত্মপ্রকাশ করছে নিজেকে। এবার সংবাদ সম্মেলনের আয়োজন করলো তাঁরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (২২ অক্টোবর) সংবাদ সম্মেলন ডেকেছেন। একই দিন আলাদা একটি সংবাদ সম্মেলন ডেকেছেন নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনও। দুটি সংবাদ সম্মেলনই একই সময় বিকাল চারটায় ডাকা হয়েছে।
প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করবেন গণভবনে। আর কামাল হোসেন সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার কনফারেন্স লাউঞ্জে।
ড. কামাল হোসেনের নিজের দল গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মণ্টু ও তথ্য ও গণমাধ্যম সম্পাদক রফিকুল ইসলাম পথিক এই সংবাদ সম্মেলনের তথ্য নিশ্চিত করেছেন।
পথিক বলেন, ‘আগামী কালের সংবাদ সম্মেলনে চলমান সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচিতে বাধা দেওয়সহ বিভিন্ন বিষয় থাকতে পারে।’
অনলাইন বাংলা নিউজ বিডি :/ মোঃ মোস্তফা কামাল
Leave a Reply