
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬দিনের সরকারি সফরের অংশ হিসাবে লন্ডনে দু’দিনের যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী রবিবার সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়ার্কের উদ্দেশে রওনা হবেন। আগামী ২১ থেকে ২৮ সেপ্টেম্বর এই ৭(সাত) দিন জাতিসংঘসহ বিভিন্ন অনুষ্ঠানের তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। সেখানে বাংলাদেশের পক্ষে বিভিন্ন দাবি জানাবেন শেখ হাসিনা। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন এবং যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেওর সঙ্গেও সাক্ষাৎ করবেন।
সাধারণ পরিষদ ভবনের নর্থ ডেলিগেট লাউঞ্জে জাতিসংঘের মহাসচিব আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী। একই দিন তার জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে। শুক্রবার বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে লন্ডনের উদ্দ্যেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী ।২৯ সেপ্টেম্বর রাতে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এদিকে, প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে জাতিসংঘে যাওয়ার জন্য মনোনিত হয়েছেন নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। আগামী ২১ সেপ্টেম্বর তার দেশ ত্যাগের কথা রয়েছে।
এবিষয়ে শরিফুল ইসলাম রমজান নারদ বার্তা ডটকম কে জানান, “জাতিসংঘের এই অধিবেশনে সফর সঙ্গী হিসাবে তাঁকে মনোনিত করায় তিনি নাটোরবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছেন।” সেই সাথে নাটোর জেলার সর্বস্তরের সাধারণ জনগণের কাছে দোয়া চেয়েছেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply