
এবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘ভাঁড়’ বললেন, রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রিজভী দলের মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, ‘এসব ভাঁড়ামী বন্ধ করেন। এবার পুলিশ না বিএনপি কর্মীরা আপনাকে পেটাবে।’
গতকাল বুধবার দলের মহাসচিবকে ঐক্যফ্রন্টের বৈঠক প্রসঙ্গে এসব বলেন রিজভী। সকালে বিএনপি মহাসচিব ফোন করেন রিজভীকে। গত মঙ্গলবার জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকের সিদ্ধান্তের আলোকে একটা প্রেস ব্রিফিং করতে বলেন। এসময় ঐ মন্তব্য করেন রিজভী।
রিজভী বলেন, ‘আপনি তো একটা ভাঁড়ে পরিণত হয়েছেন। ড. কামাল হোসেন গোপাল ভাঁড় আর আপনি হলেন ছোট ভাঁড়। একদিকে বলছেন এই নির্বাচন কমিশন মানেন না, অন্যদিকে নির্বাচনী ট্রাইবুনালে মামলার কথা বলছেন। যে আদালত বেগম জিয়ার জামিন দেয় না, ঢালাওভাবে বিএনপির প্রার্থীদের প্রার্থিতা বাতিল করলো, সেখানে যাবেন বিচার চাইতে। তামাশা করেন?’
এ সময় মির্জা ফখরুল বলেন, ‘মাইন্ড ইউর ল্যাংগুয়েজ।’
জবাবে রিজভী বলেন, ‘সরকারের বিরুদ্ধে আন্দোলনের আগে কর্মীরা আপনার বিরুদ্ধে আন্দোলন করবে। আপনি বিএনপির সর্বনাশ করেছেন।’এরপর টেলিফোনের লাইন কেটে দেন মির্জা ফখরুল।
৩০ ডিসেম্বর নির্বাচনের পর থেকে ফখরুলের বিরুদ্ধে ক্ষুব্ধ বিএনপি নেতারা। এদের মধ্যে যেন এগিয়ে আছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply