
গরুটির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কর্তৃপক্ষ
ঠাকুরগাঁওয়ে ফসল নষ্ট করার অভিযোগে একটি গরুকে ধরে থানায় সোপর্দ করেছে বিজিবি। গরুটির বিরুদ্ধে শনিবার বিকালে থানায় লিখিত অভিযোগও দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কর্তৃপক্ষ।
অভিযোগে বলা হয়, ঠাকুরগাঁও বিজিবি ক্যাম্পের ভেতরে ঢুকে ঘাস খাওয়া ও ফসল নষ্ট করেছে আটক গরুটি।
এদিকে গরুটি ফেরত পেতে তার মালিক মরিয়ম বেগম থানায় দিনভর ধরণা দিয়েও কোনো লাভ হয়নি।
গরুর মালিক মরিয়ম বলেন, একটি পশুর যদি জ্ঞান-শক্তি থাকতো তাহলে কি আর অন্যখানে গিয়ে ঘাস ও ফসল নষ্ট করে।
তিনি বলেন, আমি বার বার অনুরোধ করার পরেও বিজিবি আমার কথা শুনেনি। তারা আমাকে ক্ষতি পূরণ দিতে বলে। আমি টাকা দিতে না পারায় তারা গরুটিকে থানায় দেয়। এখন পুলিশ গরুটিকে ছাড়ছে না।
‘এখন কিভাবে গরুটিকে ফেরত পাবো তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না’, বলে থানায় আটক গরুটির মালিক মরিয়ম।
ঠাকুরগাঁও ৫০ বিজিরি’র অধিনায়ক লে.কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, আমি বিষয়টির ব্যাপারে অবগত নই, বিষয়টি খতিয়ে দেখবো।
ঠাকুরগাঁও থানার ওসি জানান, বিজিবি কর্তৃপক্ষ ৫০ হাজার টাকা ক্ষতি পূরণ দাবি করে গরুটির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। বিজিবি কর্তৃপক্ষ যদি অভিযোগ তুলে নেয় তাহলে গরুটিকে ফেরত দেয়া হবে।
Leave a Reply