
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, “যেসব ওয়ার্ডের ড্রেন পরিষ্কার থাকবে, রাস্তা পরিষ্কার থাকবে, সেসব ওয়ার্ডে আমি যাবো। আমি আপনাদের সঙ্গে ড্রেন ও রাস্তা পরিষ্কার করতে চাই। অযথা ফুল নিয়ে সময় নষ্ট করতে চাই না। যেসব ওয়ার্ডের রাস্তা ও ড্রেন পরিষ্কার থাকবে না, সেসব ওয়ার্ডে আমি যাবো না।”
রবিবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচী উপলক্ষে তেজগাঁও রেলক্রসিং সংলগ্ন মেয়র আনিসুল হক সড়কে এক বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের সম্পদ ও লোকবল সীমিত, কিন্তু, আমাদের প্রত্যয় আছে কাজ করার। তাই ডিএনসিসির সবাইকে বলতে চাই, “আমাদের যা কিছু আছে, তা নিয়ে জনগণের জন্য কাজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকীতে আসুন, আমরা প্রতিজ্ঞা করি, রাজধানী ঢাকাকে ভালোবেসে আমরা যত্রতত্র কোথাও ময়লা ফেলবো না। আসুন, সবাই মিলে একটি পরিচ্ছন্ন ও সুন্দর ঢাকা গড়ি।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রী দেশ ও জনগণের জন্য দিনরাত ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছেন। তিনি যদি এত পরিশ্রম করতে পারেন, তাহলে আমরা কেন একটি সুন্দর ঢাকা গড়ে তুলতে পারবো না। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে আমাদের শপথ হোক— সবাই মিলে স্বপ্নের পরিচ্ছন্ন, সুন্দর ঢাকা গড়ে তুলি।”

এই কর্মসূচি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আরওউপস্থিত ছিলেন— ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, ডিএনসিসি’র ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিউল্লাহ শফি প্রমুখ।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply