
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে গেছেন। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) বিকেল ৪টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতি প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে যান তিনি।
বঙ্গভবন সূত্র জানায়, প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছার পর রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান। এ সময় দুজন কুশল বিনিময় করেন।
এর আগে, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে ও ধানমন্ডিস্থ ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply