কামরান আহমেদ রাজীব, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন মনোরম পরিবেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে ১৫ জুলাই সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য (পুরুষ) পদে মোট ৮ জন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ২জন, প্রার্থী অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে সাধারণ অভিভাবক সদস্য (পুরুষ) পদে বিজয়ীরা হলেন- মোঃ আনোয়ার হোসেন ( ৩৪৪ভোট)
মোঃরোকনুজ্জামান ( ৩২৯ভোট), মোঃমোমিনুল(৩২৮ ভোট)এস এম সাইফুল ইসলাম ( ৩২০ভোট), সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে বিজয়ী হলেন- মোছাঃসুমনা আখি (৩২৪ ভোট), পেয়েছেন। ভোট গ্রহণ শেষে ভোট গণনার পর প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার মোঃ আবু সালেহ্ বিজয়ীদের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৭৭৫জন। এর মধ্যে ৬০০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম
আজম খানে’র আদেশক্রমে আইন শৃংঙ্খলার দ্বায়িত্ব পালন করেন পিপুলবাড়িয়া পুলিশ ক্যাম্প,শ্যামপুর পুলিশ ক্যাম্প, কালিদাসপুর পুলিশ ক্যাম্প, এবং দৌলতপুর থানা যৌথ ভাবে। পরে বিজয়ীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন এলাকার সুধী সমাজ। বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহরম হোসেন বলেন, সুন্দর ও মনোরম শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। আমি অভিভাবক ও নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সবাইকে অভিনন্দন জানাই।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply